ম্যালওয়্যার সম্পর্কে যা জানা জরুরী

Zero
ZeroSpace (admin)

Aug 30, 2025, 11:10 AM

1 Min

593

0

0


ম্যালওয়্যার সম্পর্কে যা জানা জরুরী

ম্যালওয়্যার! বর্তমান সময়ে আসলেই একটি ভয়ের বিষয় হয়ে দাড়িয়েছে। বড় টেক কোম্পানী থেকে ছোট পার্সোনাল কম্পিউটার হতে স্মার্টফোন ইউজার পর্যায়ে ম্যালওয়্যারের ভীতি বিদ্যমান। তবে আসলে এটা ওতটা ভয়ের বিষয় না যতটা ভয় করা হয়। আপনি সচেতন হলেই ম্যালওয়্যার, হ্যাকার ও তাদের ক্ষতিসাধন থেকে বেঁচে থাকতে পারবেন। এই প্রকাশনায় ম্যালওয়্যারের প্রধান কিছু দিক সমুহ নিয়ে আলোচনা করবো। | Source: BlogForgeTM


📌 কী: ম্যালওয়্যার

ম্যালওয়্যার হলো ক্ষতিকর সফটওয়্যার, যা আপনার অনুমতি ছাড়া কম্পিউটার, মোবাইল, স্মার্ট ডিভাইস, এমনকি রাউটার বা চার্জারের মতো ডিভাইসেও ক্ষতি করতে পারে।
➡️ ফলাফল: ডিভাইস ধীর হয়ে যাওয়া, তথ্য চুরি, সিকিউরিটি ভাঙা।


⚠️ ম্যালওয়্যার দ্বারা সৃষ্ট ক্ষতি

  1. তথ্য চুরি – পাসওয়ার্ড, কার্ড ডেটা, ব্যক্তিগত ফাইল চুরি।

  2. র‍্যানসামওয়্যার আক্রমণ – ফাইল এনক্রিপ্ট করে টাকা দাবি।

  3. সার্ভিস বিঘ্ন – হাসপাতাল, ব্যাংক, পাওয়ার গ্রিডে আক্রমণ।

  4. ক্রিপ্টো মাইনিং – আপনার ডিভাইস গোপনে ব্যবহার।

  5. বটনেট – ডিভাইসকে হ্যাকারদের অপরাধমূলক কাজে ব্যবহার।

💡 উদাহরণ: Petya Ransomware (ইউরোপে ব্যাংক ও বড় প্রতিষ্ঠানে ক্ষতি করেছে)।


📺 অ্যাডওয়্যার বনাম ব্লোটওয়্যার

  • অ্যাডওয়্যার – বাধ্যতামূলক বিজ্ঞাপন দেখায়, সিস্টেম ধীর করে।

  • ব্লোটওয়্যার – অনাকাঙ্ক্ষিত প্রি-ইনস্টল অ্যাপ, রিসোর্স খরচ করে।


🧑‍💻 ঝুঁকির কারণ

  • সফটওয়্যার/সিস্টেম আপডেট না করা

  • অচেনা ফাইল বা লিঙ্কে ক্লিক করা

  • ক্র্যাকড সফটওয়্যার ব্যবহার

  • সন্দেহজনক ISO/ROM ডাউনলোড

  • অবিশ্বাস্য সার্ভিস সেন্টার ব্যবহার

👵 বয়স্ক, শিশুসহ কম টেক-সচেতন ব্যক্তিরা সবচেয়ে ঝুঁকিতে।


✅ বাঁচার উপায়

  • 🔄 অটো-আপডেট চালু রাখুন

  • 🛡️ বিশ্বাসযোগ্য সিকিউরিটি সফটওয়্যার ব্যবহার করুন (Windows Defender, Norton ইত্যাদি)

  • 📚 সচেতনতা তৈরি করুন – নিজে শিখুন, অন্যকে শেখান

  • 🚫 অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না

  • 🎯 শুধু অফিসিয়াল সোর্স থেকে সফটওয়্যার নিন

  • ⚠️ “আমার কিছু হারানোর নেই” ভাবা সবচেয়ে বড় ভুল


👉 সতর্কতা + আপডেট + সিকিউরিটি সফটওয়্যার + সচেতনতা = ম্যালওয়্যারের বিরুদ্ধে সেরা প্রতিরক্ষা

Share:

Author

Zero Space

About admin

You should write because you love the shape of stories and sentences and the creation of different words on a page.

View All Posts (25)

0 Comments

Author image

You must be to post a comment.